ভারতে তাণ্ডব চালাচ্ছে পঙ্গপাল, ভীতিকর দৃশ্য ভিডিওতে অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, মে ২৬, ২০২০ অনলাইন ডেস্ক : ভয়ঙ্কর পঙ্গপালের ঝাঁক চলতি মাসের শুরুতে ভারতের রাজস্থানে প্রবেশ করলেও এখন তা রাজস্থানের ১৬টি জেলার পাশাপাশি ছড়িয়ে পড়েছে মধ্যপ্রদেশ ও উত্তর প্রদেশেও। খবর ডিএনএ ইন্ডিয়ার। সোমবার রাজস্থানের জয়পুরে দেশটির নাগরিকদের ধারণ করা কয়েকটি ভিডিও ক্লিপসে দেখা যায় কিভাবে পঙ্গপালের ঝাঁক দ্রুত ছড়িয়ে পড়ছে ও তাণ্ডব চালাচ্ছে। দেখুন সেই ভীতিকর দৃশ্য… https://www.facebook.com/topbdkhobor/videos/1632041990305356/ Related posts:ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের অনুমতি পুতিনেরশত্রুর বন্দুকের মুখে তিন দশক, এনআরসি জানাল তিনি ‘বিদেশি’৩০ হাজার তরুণকে নিয়োগ দিল ফিলিস্তিন যোদ্ধারা Post Views: ১৯১ SHARES আন্তর্জাতিক বিষয়:
সোমবার রাজস্থানের জয়পুরে দেশটির নাগরিকদের ধারণ করা কয়েকটি ভিডিও ক্লিপসে দেখা যায় কিভাবে পঙ্গপালের ঝাঁক দ্রুত ছড়িয়ে পড়ছে ও তাণ্ডব চালাচ্ছে। দেখুন সেই ভীতিকর দৃশ্য…