জামালপুরে ১৯৭ পিস ইয়াবাসহ ২ যুবক আটক অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, জুন ২৩, ২০২০ জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরে ১৯৭ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ আল মুসফিকুর জামান মামুন (২১), হেমায়েত উল্লাহ হিমু (২০) নামের ২ যুবককে আটক করেছে বিজিবি। তারা দক্ষিণ আলগারচরের সৈয়দ জামান ও সাদেক হোসেনের পুত্র। সোমবার ৩৫ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এসএম আজাদের প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, ২২ জুন বাঘারচর বিওপির হাবিলদার আলাল ত্রিপুরার নেতৃত্বে বিজিবির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের সায়দাবাদ এলাকায় অভিযান পরিচালনা করেন। টহলদলের কাছে পাচারকারিদের একটি মোটরসাইকেল আরোহীর গতিবিধি সন্দেহ হয়। এ সময় বিজিবির সদস্যরা মোটরসাইকেলের পিছু নিয়ে দেওয়ানগঞ্জ উপজেলাধীন ডাংধরা ইউনিয়নের কদমতলী এলাকা থেকে আটক করে। বিজিবি টহলদলের মোটর সাইকেলসহ দুই আরোহীকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১৯৭ পিস, ১টি মোবাইল ফোন এবং ৫২২ টাকা জব্দ করে। যার সর্বমোট সিজার মূল্য-১,৫৯,৬২২/- টাকা। আটককৃতদের দেওয়ানগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। Related posts:শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় এবার ঢাবিতে ভর্তির সুযোগ পেলো দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রবাগেরহাটে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বহু গ্রাম প্লাবিতনারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জামালপুরে কর্মপরিকল্পনা বিষয়ক ওরিয়েন্টেশন Post Views: ২৪৬ SHARES সারা বাংলা বিষয়: