সরকারকে জিম্মি করলে পরিস্থিতি ভালো হবে না: হাসনাত আবদুল্লাহ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, মে ২৬, ২০২৫ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেছেন, সরকারকে জিম্মি করলে পরিস্থিতি ভালো হবে না। ২৬ মে সোমবার সকালে চট্টগ্রাম নগরীর বিপ্লব উদ্যান থেকে উত্তর চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভা শুরুর আগে সাংবাদিকদের হাসনাত আবদুল্লাহ এ কথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, ‘এখন সচিবালয় ঘিরে আন্দোলন-বিক্ষোভ হচ্ছে। এনবিআর সংস্কারেও বাধা দেওয়া হচ্ছে। আমরা আপনাদের বলতে চাই, যখন জুলাই অভ্যুত্থ্যান চলছিল, তখন আপনারা কিন্তু শেখ হাসিনাকে সমর্থন জানিয়ে কালো ব্যাজ ধারণ করে অফিস করেছেন।’ হাসনাত আরও বলেন, ‘আপনারা এখন হুমকি দেন, অফিস চলতে দেবেন না, অফিস বন্ধ রাখবেন। ৫ আগস্ট তো আপনাদের এই হিম্মত ছিল না। তখন শেখ হাসিনার চোখে আঙুল দিয়ে, তাঁর কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করে আপনাদের একজনও তো পদত্যাগ করেননি।’ এনসিপির এ নেতা বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতাপরবর্তী সময়ে আমাদের যদি অসহায়-দুর্ভোগের রেজিমেন্ট হিসেবে পরিচিত হয়, সেটা হচ্ছে সচিবালয় এবং দুর্নীতির আঁতুরঘর হচ্ছে এনবিআর। সে জন্য আপনারা আমার বক্তব্যকে যেভাবে ইচ্ছা সেভাবে দেখতে পারেন। আমরা জনগণের হয়ে, জনগণের মধ্য থেকে কথা বলি। আমরা শক্ত ভাষায় বলতে চাই, ৫ আগস্ট পর্যন্ত আমরা দেখেছি, যদি হাসিনা না পড়ত, যদি ফ্যাসিবাদ সরকার টিকে যেত, আপনারা আবার কিন্তু এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পদলেহন করে চাকরি করতেন। এ জন্য ৫ আগস্ট পরবর্তী জনগণের মুখোমুখি দাঁড়িয়ে আপনারা যদি সরকারকে হুমকি দেন, সংস্কারের কাজে বাধা দেন, তাহলে জনগণই আপনাদের বিকল্প খুঁজে নেবে।’ হাসনাত বলেন, ‘সরকারকে সহযোগিতা করুন, সংস্কার কার্যক্রমকে সহযোগিতা করুন। আপনাদের যদি সংস্কার কার্যক্রম নিয়ে কোনো পর্যালোচনা থাকে, কোনো মন্তব্য থাকে, সেটা নিজেরা আলোচনার মধ্য দিয়ে সমাধান করুন।’ সচিবালয়ের প্রধান ফটক খুলে দিয়ে দপ্তরে ফিরলেন অধিকাংশ কর্মচারীসচিবালয়ের প্রধান ফটক খুলে দিয়ে দপ্তরে ফিরলেন অধিকাংশ কর্মচারী পথসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, যুগ্ম সদস্যসচিব মীর আরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক মাহমুদা আলম মিতু ও মো. আতাউল্লাহ, সংগঠক আরমান হোসেন প্রমুখ। পরে নেতারা উত্তর জেলার বিভিন্ন উপজেলায় পথসভায় অংশ নেন। এর আগে গতকাল রোববার চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের কর্ণফুলীসহ বিভিন্ন উপজেলায় পথসভা করেন হাসনাত আবদুল্লাহসহ এনসিপির নেতারা। Related posts:রাজশাহীতে ছাত্রলীগ নেতা হত্যায় ৯ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ২২শেরপুরে ভাতিজার হাতে বৃদ্ধ চাচা খুনমির্জা ফখরুল এখন হেফাজতের নেতা, জামালপুরে এমপি হোসনে আরা Post Views: ১৩ SHARES সারা বাংলা বিষয়: