জামালপুরে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, জুন ২৯, ২০২০ জামালপুর প্রতিনিধি ॥ জামালপুর সদর উপজেলায় করোনার উপসর্গ নিয়ে ইদ্রিস আলী (৫৪) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ২৯ জুন সোমবার দুপুর ১২টার দিকে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দীর্ঘদিন ধরে তিনি কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। ইদ্রিস আলী জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ধোপাকুড়া গ্রামের বাসিন্দা। তিনি জামালপুর জেলা পরিষদের পিয়ন ছিলেন। স্থানীয় ও হাসপাতাল সূত্র জানায়, গুরুতর অসুস্থ হয়ে গতকাল রোববার রাতে ওই ব্যক্তি জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর ১২টার দিকে তিনি মারা যান। তিনি অনেক আগে থেকেই কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক (এডি) মাহফুজুর রহমান জানান, ওই ব্যক্তি শ্বাসকষ্ট নিয়ে মারা যান। গতকাল রোববার মৃত্যুর আগেই তিনি নমুনা দিয়েছিলেন। আজ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর নমুনা পরীক্ষার ফলাফল এখনো আসেনি। স্বাস্থ্যবিধি অনুসরণ করে বিকেলে তাঁর লাশের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। Related posts:শেরপুরে ৫ ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা-ভাংচুরের ঘটনায় মামলা ॥ গ্রেফতার ৭ঠাকুরগাঁওয়ে আমনেও মলিন কৃষকের মুখসরিষাবাড়ীতে ঝিনাই ব্রীজ অবশেষে ভেসে গেলো বন্যার পানির স্রোতে Post Views: ৩৫১ SHARES সারা বাংলা বিষয়: