চাঁদপুরের পুলিশ সুপার মাহবুবুর রহমান করোনায় আক্রান্ত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, জুন ৩০, ২০২০ অনলাইন ডেস্ক : চাঁদপুরের পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ৩০ জুন মঙ্গলবার চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্যাহ ওই তথ্য নিশ্চিত করেছেন। পুলিশের এই কর্মকর্তা করোনা সংক্রমণরোধে জনসচেতনতাসহ বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। সিভিল সার্জন জানান, দুইদিন আগে পুলিশ সুপার তার নমুনা দেন। সোমবার রাতে ঢাকা থেকে জানানো হয়েছে তিনি করোনা পজিটিভ। মঙ্গলবার দুপুরে তিনি ঢাকার রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসার জন্য রওনা হয়েছেন। উল্লেখ্য, পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম ২০ তম বিসিএস (পুলিশ) ক্যাডার পেয়ে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। Related posts:মিয়ানমারে ফিরতে চাওয়ায় মুহিবুল্লাহকে হত্যা : পররাষ্ট্রমন্ত্রীআজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রীযত দ্রুত সম্ভব ভ্যাকসিনের ব্যবস্থা করা হচ্ছে : অর্থমন্ত্রী Post Views: ২৫২ SHARES জাতীয় বিষয়: