তিন মাস পর নেটে ফিরলাম, মনে পড়ল কীভাবে ব্যাট ধরতে হয়: স্মিথ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, জুলাই ১, ২০২০ অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়ে বিপর্যন্ত বিশ্ব, চলেছে লকডাউন। এমন পরিস্থিতিতে তিন মাসের বেশি সময় ঘরবন্দি থাকার পর আবার অনুশীলনে ফিরলেন বিশ্বের এক নম্বর টেস্ট ব্যাটসম্যান স্টিভ স্মিথ। নেট সেশনের সেই ছবি নিজেই পোস্ট করেছেন স্মিথ। ছবি দেখে খুব সহজেই বোঝা যাচ্ছে যে আউটডোর নয়, ইনডোর নেট সেশনেই ব্যাটিং করছেন স্মিথ। তবে ঘরোয়া ক্রিকেটে তাঁর ক্লাব দল নিউসাউথ ওয়েলসের জার্সি গায়েই নেট সেশনে ব্যাটিং করলেন স্মিথ। সেই সঙ্গে ইনস্টাগ্রাম পোস্টে লিখলেন, “খুশির খবর! তিন মাস পর নেটে ফিরলাম, মনে পড়ল কীভাবে ব্যাট ধরতে হয়।” লকডাউনে ব্যাট না ধরলেও তিনি নিজেকে ফিট রেখেছেন এই তারকা। বাড়িতেই শরীরচর্চা করেছেন সেকথা জানিয়ে দেন। Related posts:‘ক্রিকেটাররা মানুষ’, বিসিবিতে যারা আছে তারাও : বিসিবি সভাপতি পাপনমেসির বিদায় দুভার্গ্যবশত চমক না, সময়ের বাস্তবতা: বার্সেলোনাবাংলাদেশের ব্যর্থতায় সহজ জয়ে সিরিজ পাকিস্তানের Post Views: ২৮২ SHARES খেলাধুলা বিষয়: