বাংলাদেশে করোনার টিকা আবিষ্কারের দাবি গ্লোব বায়োটেকের অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, জুলাই ২, ২০২০ অনলাইন ডেস্ক : বাংলাদেশেই করোনাভাইরাসের টিকা আবিষ্কারের দাবি করেছে গ্লোব ফার্মাসিউটিক্যালসের সহযোগী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড। বৃহস্পতিবার একটি সংবাদ সম্মেলনে এ দাবি করেছে গ্লোব বায়োটেক লিমিটেড। সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, টিকা প্রাথমিক এনিমেল ট্রায়ালে এন্টিবডি তৈরি করতে পেরেছে। এই অবস্থাকে বড় অগ্রগতি বলেও মনে করছে গ্লোব বায়োটেক লিমিটেড। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ পর্যায়ে দ্বিতীয় ধাপে এনিমেল মডেলে ট্রায়াল করা হবে। এজন্য ৬ থেকে ৮ সপ্তাহ সময় লাগবে। এরপরই এটি মানব শরীরে ক্লিনিক্যাল ট্রায়ালে যাওয়া যাবে। ৬ থেকে ৮ সপ্তাহ পর ক্লিনিক্যাল ট্রায়ালে যাওয়ার জন্য কোম্পানিটি সরকারি কর্তৃপক্ষের কাছে অনুমতি চাইবে। অনুমতি পেলে তারা ট্রায়ালে যাবে। বিষয়টি নিয়ে গ্লোব বায়োটেক লিমিটেড গতকাল বুধবার বিবৃতিতে জানায়, এনসিবিআই ভাইরাস ডাটাবেজ অনুযায়ী মঙ্গলবার (৩০ জুন) পর্যন্ত বিশ্বব্যাপী ৫ হাজার ৭৪৩টি সম্পূর্ণ জিনোম সিকোয়েন্স জমা হয়েছে। যার মধ্যে বাংলাদেশ থেকে জমা হয়েছে ৭৬টি। উক্ত সিকোয়েন্স বায়োইনফরম্যাটিক্স টুলের মাধ্যমে পরীক্ষা করে গ্লোব বায়োটেক লিমিটেড তাদের টিকার টার্গেট নিশ্চিত করে। যা যৌক্তিকভাবে এই ভৌগোলিক অঞ্চলে অধিকতর কার্যকরী হবে বলে আশা করছেন তারা। Related posts:অবশেষে সেই বিধবাদের হাতে খাদ্যসামগ্রী পৌঁছালো জেলা প্রশাসন ও জেলা পুলিশশাহবাগে শিক্ষকদের আন্দোলনে জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপজনশুমারি দেশের উন্নয়ন পরিকল্পনায় অবদান রাখবে : স্পিকার Post Views: ২৫৪ SHARES জাতীয় বিষয়: