বর্ণিল কর্মযজ্ঞের স্বীকৃতিস্বরূপ শুদ্ধাচার পুরস্কার পেলেন এবিএম এহছানুল মামুন

প্রকাশিত: ১১:২৪ পূর্বাহ্ণ, জুলাই ১১, ২০২০

স্টাফ রিপোর্টার ॥ কর্মক্ষেত্রে সৎ, নিষ্ঠাবান, প্রত্যয়ী সরকারী কর্মচারীদের উৎসাহিত করতে শুদ্ধাচার পুরষ্কার পেয়েছেন শেরপুরের বিদায়ী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ বি এম এহছানুল মামুন। ৯ জুলাই করোনা ভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসন কর্তৃক স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত বিশেষ সভায় জেলা প্রশাসক আনার কলি মাহবুব ওই পুরস্কার তুলে দেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ বি এম এহছানুল মামুন, শেরপুরে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে শুদ্ধাচার পুরস্কার ২০১৯ অর্জন করেন। দুর্নীতিমুক্ত, স্বচ্ছ, জবাবদিহিতামূলক, ডিজিটাল ও জনমুখী প্রশাসন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে তাঁর বর্ণিল কর্মযজ্ঞের স্বীকৃতিস্বরূপ তিনি ওই পুরস্কার লাভ করেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক এটিএম জিয়াউল ইসলাম, বিদায়ী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ বি এম এহছানুল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নমীতা দে, নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ওয়ালীউল হাসান, সহকারী কমিশনার মাহমুদুল হাসান এবং নেজারত ডেপুটি কালেক্টর মিজানুর রহমান সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।