রাষ্ট্রীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন নালিতাবাড়ীর ইউএনও আরিফুর রহমান অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:০৪ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২০ হারুন অর রশিদ দুদু ॥ সুখী-সম্বৃদ্ধ সোনার বাংলা গড়ার প্রত্যয়ে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সামাজিক সুশাসন প্রতিষ্ঠায় বিভিন্ন সূচকে অগ্রগতি অর্জনের স্বীকৃতি হিসাবে জেলা পর্যায়ে শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুর রহমান। ২০১৮-২০১৯ অর্থ বছরে পেশাগত কাজে দক্ষতা, সততার নিদর্শন, নির্ভরযোগ্যতা ও কর্তব্যনিষ্ঠা, দুর্নীতিমুক্ত, স্বচ্ছ, জবাবদিহিতামূলক, ডিজিটাল ও জনমুখী প্রশাসন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে তার প্রতিষ্ঠানের বিধি-বিধানের প্রতি শ্রদ্ধাশীলতা, সমন্বয় ও নেতৃত্ব, তথ্যপ্রযুক্তি ব্যবহারে পারদর্শিতা, শুদ্ধাচার চর্চাসহ বিভিন্ন সূচকে অগ্রগতি অর্জনের স্বীকৃতি হিসেবে অফিসার ক্যাটাগরিতে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুর রহমান এ পুরস্কার লাভ করেন। ৯ জুলাই বৃহস্পতিবার সীমিত আয়োজনে শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুবের হাত থেকে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদপত্র গ্রহন করেন। ওইসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম, বিদায়ী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ বি এম এহছানুল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নমীতা দে, নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়ালীউল হাসান, সহকারী কমিশনার মাহমুদুল হাসান এবং নেজারত ডেপুটি কালেক্টর মিজানুর রহমানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুর রহমানের কাছে শুদ্ধাচার পুরস্কার পাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি শ্যামলী নিউজ ২৪ডটকমকে বলেন, আরো দায়িত্ব বেড়ে গেল আমার, তিনি সবার কাছে দোয়া চেয়েছেন, আগামী দিনগুলিতে আরো সুন্দর ভাবে ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে পারেন। উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ২০১৭ সাল হতে সারাদেশে সরকারি দপ্তরসমূহে শুদ্ধাচার পুরষ্কার প্রদানের সিদ্ধান্ত নেন। এরই ধারাবাহিকতায় নালিতাবাড়ীর ইউএনও কর্মক্ষেত্রে সৎ, নিষ্ঠাবান সরকারী কর্মকর্তা হিসেবে তাকে শুদ্ধাচার পুরস্কার প্রদান করে কাজের গতি আরো বাড়িয়ে দেওয়া হযেছে। এছাড়াও ইউএনও আরিফুর রহমান প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ২০১৯ সালের ডিসেম্বর মাসে জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হন। Related posts:ঝিনাইগাতীতে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১শ্রীবরদী সীমান্তের বালুদস্যু মাসুদ গ্রেফতারনকলায় কাফনের কাপড়ে মোড়ানো বস্তাবন্দি অজ্ঞাত নারীর লাশ উদ্ধার Post Views: ২১৬ SHARES শেরপুর বিষয়: