ঝিনাইগাতীতে করোনা প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২০

হারুন অর রশিদ দুদু ॥ শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প গজনী বিডি অফিসের আয়োজনে এবং কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর অর্থায়নে জরুরী সহায়তা কার্যক্রম (কোভিড-১৯) স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। ১১ জুলাই শনিবার সকাল সাড়ে এগারটায় উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্স হল রুমে গজনী বিডি অফিসের এলসিসি চেয়ারম্যান পাঃ যোনাথন বনোয়ারীর সভাপতিত্বে ও সমাজকর্মী বিকুল মৃ এর সঞ্চালনায় ১৫টি আইটেমের করোনা প্রতিরোধে সুরক্ষা সামগ্রী শিশু উন্নয়ন সংগঠনের কর্মকর্তারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিনের হাতে হস্তান্তর করেন। এসময় ডাঃ জসিম উদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সের ১৫ জন চিকিৎসকের মাঝে সুরক্ষা সামগ্রী বন্টন করে দেন। করোনা প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর মধ্যে ছিল, পিপিই, সার্জিক্যাল মাস্ক, সার্জিক্যাল গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার, মেডিকেল গাউন চশমা, জোড়া সু কভারসহ অন্যান্য সামগ্রী। এসময় আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মাজেদুর রহমান, ডাঃ অহিদ ইকবাল, বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প গজনী বিডি অফিসের প্রজেক্ট ম্যানেজার জনেন্দ্র চাম্বুগংসহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য চিকিৎসকগণ ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।