হোটেলে শাহেদ-পাপিয়া একসঙ্গে পার্টি করতেন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২০ অনলাইন ডেস্ক : অনিয়ম-জালিয়াতিতে অভিযুক্ত মো. শাহেদ ও নানা অভিযোগে কারাগারে থাকা শামিমা নূর পাপিয়া একটি হোটেলের ছাদে একসঙ্গে পার্টি করতেন। তারা দুইজনই একাধিক পার্টিতে একসঙ্গে উপস্থিত ছিলেন বলে একটি দৈনিকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, রাজধানীর একটি থ্রি-স্টার হোটেলের প্লাটিনাম মেম্বার শাহেদ। ওই হোটেলের ছাদে একাধিক পার্টিতে উপস্থিত ছিলেন তারা। শাহেদের প্রতিষ্ঠানের একাধিক কর্মীর বরাতে এ তথ্য দিয়েছে সংবাদমাধ্যমটি। এছাড়া প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, ২০১৬ সালের দিকে উত্তরায় রিজেন্ট ক্লাব গড়ে তোলেন শাহেদ। এর উদ্বোধন অনুষ্ঠানে আসার কথা ছিল পাপিয়ার। তবে পাপিয়া ওই অনুষ্ঠানে আসতে পারেননি। এজন্য তার মনোনীত একজন প্রতিনিধি পাঠান। পাপিয়ার পাঠানো ওই তরুণীকে নিয়েই রিজেন্ট ক্লাব উদ্বোধন করেছিলেন শাহেদ। ক্লাবের আড়ালে সেখানে মূলত মদ ও অসামাজিক কর্মকাণ্ডের আসর বসানো হতো বলেও সেখানে উল্লেখ করা হয়। Related posts:এনডিসি গ্র্যাজুয়েটরা অন্যদের জন্য দৃষ্টান্ত স্থাপন করবেন : রাষ্ট্রপতিসিএনজিচালিত অটোরিকশার ৫০ হাজার টাকা জরিমানার সিদ্ধান্ত বাতিলচাঁদাবাজ টেন্ডারবাজদের বিরুদ্ধে এ অভিযান : ওবায়দুল কাদের Post Views: ৪০১ SHARES জাতীয় বিষয়: