ইসলামপুরে বন্যার পানিতে ডুবে কৃষকের মৃত্যু

প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২০

জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের ইসলামপুরে বন্যার পানিতে ডুবে কটা মন্ডল (৩৫)নামে এক কৃষকের মৃত্যু হয়েছে । বুধবার (১৫ জুলাই) সকালে উপজেলার সাপধরী ইউনিয়নের কাশারী ডোবা এলাকায় এঘটনা ঘটে। সে ঐ এলাকায় মৃত নয়ান মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত কটা মন্ডল ছোট বেলা থেকেই মৃগী রোগী ছিলেন। আজ সকালে বাড়ি থেকে বের হয়ে স্থানীয় বাজার যাচ্ছিলেন। পথে পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে তার মরদেহ পানিতে ভেসে উঠে।
সাপধরী ইউপি’র চেয়ারম্যান জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে বানের পানিতে ডুবে কটা মন্ডলের মৃত্যু হয়েছে।