ঝিনাইগাতীতে মুজিববর্ষ উপলক্ষে বন বিভাগের সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২০ হারুন অর রশিদ দুদু ॥ “মুজিব বর্ষের আহ্বান, লাগাই গাছ বাড়াই বন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও গাছের চারা বিতরণ করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ও বন বিভাগের সহযোগিতায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। ১৬ জুলাই বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গনে গাছের চারা লাগিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসার সিরাজুস সালেহীন, রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা ইলিছুর রহমান, তাওয়াকোচা ও গজনী বিট কর্মকর্তা মোঃ মকরুল ইসলাম আকন্দ, সন্ধ্যাকুড়া বিট কর্মকর্তা রাশেদ ইবনে সিরাজ ও উপজেলা সমবায় অফিসার সাইফুল ইসলামসহ উপজেলা প্রশাসন ও বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। জাতির পিতার জন্মশতবার্ষিকী বিশেষভাবে অর্থবহ করে তুলতে বৃক্ষরোপণ কার্যক্রমে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল মাহমুদ। বৃক্ষরোপণ অভিযান-২০২০ সফল করতে ফলদ, বনজ ও ঔষধি প্রজাতির বৃক্ষসহ সৌন্দর্যবর্ধক বিভিন্ন প্রকার গাছের চারা রোপণের পরামর্শ দেন তিনি। উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির আওতায় বন বিভাগ ঝিনাইগাতী উপজেলায় এ কর্মসূচি হাতে নিয়েছে। এ কর্মসূচির আওতায় ২০ হাজার ৩শত ২৫টি ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষের চারাসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন করা হবে। Related posts:শেরপুরে গরু হৃষ্টপুষ্টকরণ জনসচেতনতামুলক সেমিনারশেরপুরে পুলিশের সহজ সেবা প্রদানে ডিজিটাল কিউ মেশিন উদ্বোধনশেরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত Post Views: ২৩৫ SHARES শেরপুর বিষয়: