শেরপুরে আদিবাসী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:৫৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৪ হারুন অর রশিদ দুদু : শেরপুর সদর উপজেলায় কারিতাসের মর্যাদাপূর্ণ ও স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদ্যাপন উপলক্ষ্যে আদিবাসী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৫ সেপ্টেম্বর ২০২৪ রোববার চরশ্রীপুর প্রি-স্কুল প্রাঙ্গণে আদিবাসী সাংস্কৃতিক প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন, চরশ্রীপুর সিমসাকবো আত্মনির্ভরশীল দলের সভানেত্রী গীতা হাজং। আরও উপস্থিত ছিলেন, ফা. সঞ্জয় ইগ্নেসিউস চিসিম, উপজেলা সমন্বয়কারী সত্যজিত মৃ, টিডব্লিউএ ভাইস চেয়ারম্যান সনেন সিমসাং,আদিবাসী নেতা মহেন্দ্র হাজং, দিলীপ ঘাগ্রা প্রমুখ। মাঠ সহায়ক রনু নকরেক এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, উপজেলা সমন্বয়কারী সত্যজিত মৃ। আদিবাসী সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৩টি ইভেন্টে ১. শিশুদের দল, ২. কিশোর-কিশোরীদের দল ও ৩. এসআরজি সদস্যদের দলে প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিষয় ছিল-সংখ্যা গণনা, আদিবাসী নৃত্য, গান, রেরে, আজিয়া প্রভৃতি। প্রতিযোগিতার পাশাপাশি অতিথিবৃন্দ বক্তৃতায় বলেন, আদিবাসী ভাষা, সংস্কৃতি চর্চায় এই প্রতিযোগিতা শিশু কিশোর ও যুবদের প্রেরণা যোগাবে। আদিবাসী সাংস্কৃতিক প্রতিযোগিতায় মোট ১০৫ জন অংশগ্রহণকারী ছিলেন। Related posts:শেরপুর প্রেস ক্লাবের সভাপতি শরিফুর রহমানের রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিতময়মনসিংহ রেঞ্জ ক্রিকেটে শেরপুর জেলাকে হারিয়ে নেত্রকোনা জেলা চ্যাম্পিয়নচুল ব্যবসায়ীদের সাথে শেরপুর জেলা প্রশাসনের মতবিনিময় সভা Post Views: ১০৫ SHARES শেরপুর বিষয়: