শ্রীবরদীতে প্রাইভেটকারের চাপায় শিশুর মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২০ শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে প্রাইভেটকারের চাপায় মোয়াজ মিয়া নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ১৯ জুলাই রবিবার সকালে শ্রীবরদী-ভায়াডাঙ্গা সড়কের পোড়াগড় এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু মোয়াজ স্থানীয় মিজানুর রহমান ওরফে মিসকিন মিয়ার ছেলে। জানা যায়, পোড়াগড় এলাকার শ্রীবরদী-ভায়াডাঙ্গা সড়কের পাশেই মিসকিন মিয়ার বাড়ি। রবিবার সকাল ৯টার দিকে শিশু মোয়াজ বাড়ি থেকে বের হয়ে সড়কের পাশে দাঁড়িয়েছিল। ওইসময় ভায়াডাঙ্গা থেকে ছেড়ে আসা শ্রীবরদীগামী একটি প্রাইভেটকার মোয়াজকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে আশপাশের লোকজন এবং ওই প্রাইভেটকারের চালক তাকে গাড়িতে তুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মোয়াজকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার জানান, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। Related posts:শেরপুরে ঐতিহ্যবাহী পৌষ মেলা অনুষ্ঠিতঝিানইগাতীতে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে মাস্ক বিতরণনকলায় সরকারি এ্যাম্বুলেন্স চালকের হাতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা লাঞ্ছিত Post Views: ৩৫৬ SHARES শেরপুর বিষয়: