নালিতাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে পলি রাণী বর্মণ নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ১৯ জুলাই রবিবার সকালে উপজেলার পশ্চিম ভটপুর গ্রামে ওই মর্মান্তিক ঘটনা ঘটে। শিশু পলি রাণী স্থানীয় কাজল বর্মনের মেয়ে। ওই ঘটনায় নিহত শিশুর পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, রবিবার সকাল ১১টার দিকে শিশু পলি রাণী বর্মণ সবার অজান্তে বাড়ির পাশে থাকা পুকুরে পড়ে ডুবে যায়। অনেকক্ষণ পলিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে তার লাশ ভাসতে দেখেন স্বজনরা। পরে পলিকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।