মাদারগঞ্জে সালিশি বৈঠকে যুবককে জুতার মালা, ওই ঘটনায় ৭ সালিশদার গ্রেফতার

প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২০

জামালপুর প্রতিনিধি ॥ জামালপুর জেলার মাদারগঞ্জে সালিশ বৈঠকে যুবককে জুতার মালা পরিয়ে স্থানীয় বাজারে ঘুরিয়ে (মানহানি করায়) ৭ সালিশদার কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হাটমাগুড়া এলাকার মৃত জমশের খানের ছেলে উজ্জল খান (৫০) ও বাদশা খান (৫২)। মৃত খলিলুর রহমানের ছেলে জুলহাস খান (৪৫) ও কামরুল ইসলাম উরফে কাইলা (৩২)। একই এলাকার মোজাহার খান এর ছেলে আজম খান (৪৮) ও মোনায়েম খান (৪৫) এবং কালু খানের ছেলে মোখলেছুর রহমান (৩৫)। তারা ওই যুবকের মানহানীর ঘটনার সাথে জড়িত ছিলেন।
মামলার এজহার সূত্রে জানা গেছে, হাটমাগুড়া এলাকার সিদ্দিক আকন্দ ও তার সহধর্মিণী তার বাড়ীর পূর্ব পাশে গত ১১/০৭/২০২০ ইং তারিখে একসাথে জমিতে কাজ করছিলেন। বিকালে বাড়ী ফেরার পথে একই এলাকার মোনায়েম খানের ভুট্টা ক্ষেতের ভিতর থেকে মানুষের শব্দ পেয়ে ডাক দিলে ভুট্টার ক্ষেত থেকে একটি মেয়ে বের হয়ে আসলেও অজ্ঞাত এক ছেলে দৌড়ে পালিয়ে যায়। এরপর মেয়েটি বাড়ীতে গিয়ে বাড়ীর ও আশে পাশের সবাইকে বলে সিদ্দিক তার মানসম্মান নষ্ট করেছে।
এ কথা এলাকায় ছড়িয়ে পড়লে গত ২০/০৭/২০ইং তারিখে দুপুরে একই এলাকার নওশের আলীর বাড়িতে সালিশ বসে। সালিশে বাদী ( সিদ্দিক) এর কোন কথা না শুনে একতরফাভাবে ১ লাখ পঞ্চাশ হাজার টাকা দাবী করে এবং জরিমানা করে সালিশদারগণ। টাকা দিতে অস্বীকার করলে তাকে জুতার মালা পরিয়ে স্থানীয় বাজারে ঘুরিয়ে নিয়ে যায় এবং তার মানহানি (সম্মানহানি) করে । এ মানহানীর ঘটনায় গত ২২/০৭/২০২০ ইং তারিখে শালিসদারগণসহ জড়িত ২২ জনের নামে মামলা দায়ের করে ভুক্তভোগী সিদ্দিক (৪০)। যার মামলা নং ১৭। ১৪৩/৩২৩/৩৫৫/৫০০/৫০৬/৩৪ ধারায় মামলা রজু করে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।
সহকারী পুলিশ সুপার মাদারগঞ্জ সার্কেল সামিউল আলম পিপিএম ও মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি রফিকুল ইসলামের নির্দেশনায় সিনিয়র এসআই সুমন চক্রবর্তীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সালিশদারসহ ৭ জনকে গ্রেফতার করেছে।
এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানান যুবকের মানহানীর ঘটনার মামলায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে আজ বুধবার জামালপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।