জামালপুরে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২০ জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের পৃথক স্থানে পুকুর ও বন্যার পানিতে ডুবে সিয়াম (৮), জান্নাত (৫), সাম্মি আক্তার (৯) নামে তিন শিশুর মৃত্যু হয়েছে। ৪ আগস্ট মঙ্গলবার দুপুর ১২টার দিকে বকশীগঞ্জ উপজেলার নীলাক্ষিয়ায় ইউনিয়নের ঝালোপাড়া ও মাদারগঞ্জ উপজেলার ভেলামারি এলাকায় এসব এঘটনা ঘটে। মৃত সিয়াম ঝালোরপাড়া এলাকার লিটন মিয়ার ছেলে ও জান্নাত ওই এলাকার রাশেদ মিয়ার মেয়ে এবং সাম্মি আক্তার ভেলামারি এলাকার ছানাউল্লাহ মিয়ার মেয়ে। বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.প্রতাব নন্দী বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ১১টার দিকে বাড়ির পাশে খেলা করছিল সিয়াম ও জান্নাত। খেলার এক পর্যায়ে তারা বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে যায়। এসময় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। অপরদিকে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শামিম ইফতেখার জানান, সকাল ১১টার দিকে বন্যার পানিতে গোসল করতে গিয়ে ডুবে যায় সাম্মি আক্তার। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। Related posts:শেরপুরে ভোগাই নদীর নিষিদ্ধ সীমানা থেকে বালু উত্তোলন করায় ৩০ ড্রেজার মেশিন ধ্বংসদুর্নীতি না করার শপথ ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদেরইভিএমে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে শেরপুর সদর উপজেলা নির্বাচনে Post Views: ২৮৬ SHARES সারা বাংলা বিষয়: