ঝিনাইগাতীতে ফাঁসিতে ঝুলে কৃষকের আত্মহত্যা

প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২০

ঝিনাইগাতী প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ঘরের ধর্ণার সাথে ফাঁসিতে ঝুলে হাসেন আলী ওরুফে মন্ডল (৪২) নামে এক কৃষক আত্মহত্যা করেছে। হাসেন আলী ওরুফে মন্ডল ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের ভবানিখিলা গ্রামের গফুর কবিরাজের পুত্র।
হাসেন আলী ওরুফে মন্ডল কৃষি কাজ করতেন বলে জানা যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৪ আগষ্ট মঙ্গলবার দুপুর ১টার দিকে হাসেন আলী ওরুফে মন্ডল নিজ ঘরের ধর্নার সাথে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। খবর পেয়ে ঝিনাইগাতী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাসেন আলী ওরুফে মন্ডলের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। হঠাৎ কি কারণে হাসেন আলী ওরুফে মন্ডল ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে এ ব্যাপারে এখনও কিছু জানা সম্ভব হয়নি। ঝিনাইগাতী থানার এসআই সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আত্মহত্যার বিষয়টি সম্পর্কে এখনও কোন তথ্য উদঘাটন করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের পর আত্মহত্যার বিষয় জানা যাবে।