শেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৪৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৫ ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানকে ধারণ করে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে শেরপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে। ১০ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় জেলা শিল্পকলা মিলনায়তনে আয়োজিত ওই সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ। অনুষ্ঠানে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ওইসময় জেলার স্থানীয় ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিল্পীরা নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন। Related posts:শ্রীবরদীতে আগুনে পুড়ল ২০ দোকানশেরপুরে র্যাবের অভিযানে হেরোইনসহ গ্রেফতার ১আগামীকাল ৩ মার্চ শেরপুরে বার্ষিক পুলিশ সমাবেশে আসছেন র্যাব ডিজি বেনজীর আহমেদ Post Views: ৬৩ SHARES শেরপুর বিষয়: