আজ বঙ্গমাতার ৯০তম জন্মবার্ষিকী অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:০৭ পূর্বাহ্ণ, আগস্ট ৮, ২০২০ অনলাইন ডেস্ক : আজ ৮ আগস্ট (শনিবার)। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী। ১৯৩০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ফজিলাতুন্নেছা মুজিব জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট তিনি জাতির জনকের হত্যাকারীদের হাতে নির্মমভাবে মৃত্যুবরণ করেন। দিনটি উপলক্ষে আওয়ামী লীগ, এর সহযোগী ভ্রাতৃপ্রতিম, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি নিয়েছে। তবে এবার করোনার কারণে কর্মসূচিগুলো ভার্চুয়ালি (অনলাইন) হবে। ফজিলাতুন্নেছার জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে রয়েছে শনিবার (৮ আগস্ট) সকাল ১০টায় তার সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ শেষে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল।একইদিনে বাংলাদেশ যুব মহিলা লীগ ধানমন্ডি ৩২ বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে মোমবাতি প্রজ্বলন করবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করার জন্য আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন। Related posts:নতুন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদপ্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার প্রত্যাবর্তন বাংলাদেশের ভবিষ্যতের জন্য জরুরি ছিল: এডিবিবৃদ্ধি পাচ্ছে তিস্তা ও গঙ্গা-পদ্মা নদীর পানি Post Views: ২৪৮ SHARES জাতীয় বিষয়: