ঝিনাইগাতীতে আন্তর্জাতিক আদিবাসী দিবসে সংবাদ সম্মেলন ও স্মারক লিপি প্রদান অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২০ হারুন অর রশিদ দুদু ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (টিডব্লিউএ) এর আয়োজনে ও বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) ঝিনাইগাতী উপজেলা শাখা, মরিয়মনগর ওয়াইএমসিএ, চাসংগিত্তাল ক্লাব মরিয়মনগর, কোচ কালচারাল এন্ড ডেভলপমেন্ট এসোসিয়েশন ও এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সংযোগিতায় আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৯ আগস্ট রবিবার সকালে স্থানীয় অনির্বাণ সংঘে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ‘কোভিড-১৯ আদিবাসীদের জীবন জীবিকার সংগ্রাম’ এই মূলসুরকে সামনে রেখে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে ওই সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন, ঝিনাইগাতী উপজেলা শাখার ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (টিডব্লিউএ) এর চেয়ারম্যান নবেশ খকসী। সংবাদ সম্মেলনের মূল বিষয়বস্তু পাঠ করেন, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (টিডব্লিউএ) এর সেক্রেটারী অসীম ম্রং। ওইসময় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, চাসংগিত্তাল ক্লাব মরিয়মনগর এর সেক্রেটারী রনু নকরেক, মরিয়মনগর ওয়াইএমসি এর সেক্রেটারী হেমার্শন চিরান, কোচ কালচারাল এন্ড ডেভলপম্যান্ট এসোসিয়েশনের সভাপতি যুগল কিশোর কোচ, বাগাছাস ঝিনাইগাতী থানা শাখার সভাপতি অনিক চিরান, এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ ঝিনাইগাতী উপজেলা শাখার ম্যানেজার সুজল চিসিম। এসময় উপস্থিত ছিলেন, কারিতাসের ঝিনাইগাতী উপজেলা ম্যানেজার প্রীতি রিছিল, মাঠ কর্মকর্তা সুলভ দফোসহ অন্যান্যরা। বক্তারা আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, ভূমি অধিকার, আদিবাসীদের মাতৃভাষা চর্চা ও সংরক্ষেণে সমতলের আদিবাসদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন, অনগ্রসর, নির্যাতিত ও সুযোগ বঞ্চিত আদিবাসী জনগোষ্ঠির সার্বিক উন্নয়নের জন্য সরকারের নিকট জোর দাবি জানান। সংবাদ সম্মেলন শেষে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার রুবেল মাহমুদের হাতে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি সহ বিভিন্ন দাবী দাওয়া উল্লেখ করে একটি স্মারক লিপি প্রদান করেন। Related posts:শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক কৃষক খুনশেরপুরে গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে এ কেমন বিষেদগার!শেরপুরে ২য় বিভাগ ক্রিকেট লীগ উদ্ভোধন Post Views: ২৬৫ SHARES শেরপুর বিষয়: