ঝিনাইগাতীতে ফাঁসিতে ঝুলে স্কুলছাত্রের আত্মহত্যা

প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২০

হারুন অর রশিদ দুদু ॥ শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় বসত ঘরের সিলিং ফ্যানের সাথে ফাঁসিতে ঝুলে মাজহারুল ইসলাম (১৬) নামে এক স্কুলছাত্রের আত্মহত্যা করেছে। মাজহারুল ইসলাম ঝিনাইগাতী উপজেলা সদরের কলেজ রোডের ব্যবসায়ী সামিউল হক সামিরের ছেলে। মাজহারুল ইসলাম ঝিনাইগাতী উত্তরণ পাবলিক স্কুলের ৯ম শ্রেণির শিক্ষার্থী বলে জানা যায়।
পারিবারিক সূত্রে জানা গেছে, ৯ অক্টোবর শুক্রবার রাতে মাজহারুল ইসলাম প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে তার রুমে ঘুমিয়ে পড়ে। তার মা মাজেদা মরিয়ম ফজর নামাজ পড়ে মাজহারুলকে ডাকাডাকি করলে মাজাহারুল রুমের দরজা খুলছিলনা এবং কোন কথাও বলছিল না। এসময় তার মায়ের ডাক চিৎকারে পরিবারের ও আশপাশের লোকজন এসে সিলিং এর উপর দিয়ে রুমে প্রবেশ করে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ দেখতে পায়। পরে ঝিনাইগাতী থানার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাজহারুল ইসলামের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ছেলের বাবা ময়নাতদন্ত ছাড়া দাফনের অনুমতি চেয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর এর বরাবরে আবেদন করেছেন। অনুমতি পাওয়ার পর লাশ দাফন করা হয়।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফায়েজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাজহারুল কি কারণে আত্মহত্যা করেছে তার কোন সুনির্দিষ্ট বিষয় জানা যায়নি। তবে বিভিন্ন লোক মারফত জানা যায়, তার বাবার কাছে ল্যাপটপ কিনে চেয়েছিল। তার বাবা ল্যাপটপ কিনে না দেওয়ায় অভিমান করে আত্মহত্যা করেছে।