বঙ্গমাতার জন্মদিবস উপলক্ষে শেরপুর যুব মহিলা লীগের আলোচনা ও দোয়া মাহফিল

প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২০

মোঃ উমর ফারুক, শেরপুর ॥ “বঙ্গমাতা ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতীক” এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরে জেলা যুব মহিলা লীগের আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯০ তম জন্মদিবস উপলক্ষে শহরের বটতলাস্থ জেলা যুব মহিলা লীগের অস্থায়ী কার্যালয়ে ৯ আগস্ট রবিবার রাতে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শেরপুর জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক এডভোকেট ফারহানা পারভীন মুন্নির সভাপতিত্বে আলোচনা সভায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর আদর্শ তুলে ধরে বক্তব্য রাখেন, জেলা যুব মহিলা লীগের অন্যতম নেত্রী মাহবুবা রহমান শিমু। ওইসময় জেলা যুব মহিলা লীগের লাভলী আক্তার, মুক্তি বেগম, মুক্তা খাতুন, রিক্তা বেগম ও বিভা প্রমুখ উপস্থিত ছিলেন।


ওইসময় অন্যান্যদের মধ্যে সাপ্তাহিক শ্যামলী শেরপুর ও শ্যামলী নিউজ২৪ডট কম’র নির্বাহী সম্পাদক উমর ফারুক, জেলা কৃষকলীগ নেতা মাহবুবুর রহমান লিটনসহ গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর পরিবারসহ সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা জুনায়েদ হোসেন।