শেরপুরে করোনা প্রতিরোধে সদর থানা পুলিশের মাস্ক বিতরণ

প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২১

স্টাফ রিপোর্টার ॥ “মাস্ক পরার অভ্যাস, কোভিড মুক্ত বাংলাদেশ” এই স্লোগান সামনে রেখে শেরপুর শহরসহ বিভিন্ন এলাকায় জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেছে সদর থানা পুলিশ।
৮ জুলাই বৃহস্পতিবার শহরের, থানা মোড়, খোয়ারপাড় শাপলা চত্ত্বরসহ শহরের বিভিন্ন স্থানে জনসাধারণের মাঝে ওই মাস্ক বিতরণ করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনসুর আহম্মেদ।


এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনসুর আহম্মেদ শ্যামলীনিউজ২৪ডটকমকে বলেন, সম্প্রতি শেরপুরে কোভিড-১৯ করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণসহ বিভিন্ন কর্মসূচি নিয়ে আমরা মানুষের মাঝে এগিয়ে আসছি। মানুষকে মাস্ক পরাসহ বিভিন্ন স্বাস্থ্যবিধি মেনে চলতে নানা প্রচারণা চালিয়ে যাচ্ছি। আমাদের এ প্রচারণা অব্যাহত থাকবে। আমরা আইন প্রয়োগ না করে মানুষ যেন মাস্ক পরে সে ব্যাপারে সচেতন গড়ে তোলা। আমরা চাই যে, করোনার মহামারি থেকে এ জেলার মানুষগুলো যেন সুরিক্ষত থাকুক।