শেরপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মাস্ক বিতরণ

প্রকাশিত: ১২:০৭ পূর্বাহ্ণ, আগস্ট ১৪, ২০২০

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আইনজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশা মানুষের মাঝে সার্জিক্যাল মাস্ক বিতরণ করা হয়েছে। ১৩ আগস্ট বৃহস্পতিবার দুপুরে জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসীর নেতৃত্বে আদালত চত্বরে ও সমিতি ভবনের সম্মুখে ৩ শতাধিক মানুষের মাঝে সার্জিক্যাল মাস্ক বিতরণ করা হয়।
মাস্ক বিতরণকালে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, বর্তমান সাধারণ সম্পাদক এডভোকেট এমকে মুরাদুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবুল মানসুর স্বপন, এডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব ও এডভোকেট তারিকুল ইসলাম ভাসানী, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট রেদওয়ানুল হক আবীর, নির্বাহী সদস্য হাসনাঈন ফাহিম, এডভোকেট শাহনুর রহমান রুবেল, এডভোকেট আব্দুল মান্নানসহ অন্যান্য আইনজীবীগণ উপস্থিত ছিলেন।