নকলায় ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৪ শেরপুরের নকলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে শহিদ মিনারে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালিত হয়েছে। রোববার (১১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার পাঠাকাটা ইউনিয়নের পাঠাকাটা উচ্চ বিদ্যালয় চত্বর শহিদ মিনারে এর আয়োজন করেন শিক্ষার্থীরা। এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা হাতে মোমবাতি প্রজ্বালন করে ঘণ্টাব্যাপী অবস্থান করেন। কর্মসূচিতে তারা আন্দোলনে শহীদদের প্রতি শোক প্রকাশ করে এক মিনিট নীরবতা পালন করে। এসময় তারা যার যার অবস্থান থেকে রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সচেষ্ট থাকার প্রতিশ্রæতি ব্যক্ত করেন। সব অনিয়মের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে প্রতিবাদ অব্যাহত রাখতেও অঙ্গীকারবদ্ধ হন। Related posts:জিহান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আলহাজ্ব বাবর আলী হাই স্কুলে নতুন বই বিতরণের উদ্বোধনশেরপুরে জেলা যুব মহিলা লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালিতশেরপুর সদরের ১৪ ইউপিতে নৌকার মনোনয়ন পেলেন যারা Post Views: ৭৬ SHARES শেরপুর বিষয়: