শ্রীবরদীতে রাস্তায় ধানের চারা লাগিয়ে প্রতিবাদ

প্রকাশিত: ১২:২৫ পূর্বাহ্ণ, আগস্ট ১৪, ২০২০

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়ের ভায়াডাঙ্গা-কাকিলাকুড়া-বকশীগঞ্জ সড়কের বাঘহাতা তালগাছ মোড় থেকে ঘোনাপাড়া হয়ে কন্টিপাড়া পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তার এখন বেহাল দশা। এতে জনদুর্ভোগ চরমে। ওই জনদুর্ভোগ থেকে মুক্তি পেতে ১৩ আগস্ট বৃহস্পতিবার দুপুরে রাস্তায় ধান গাছ লাগিয়ে প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী।
সরেজমিন গিয়ে দেখা যায়, রাস্তাটিই কাঁচা। সামান্য বৃষ্টিতেই যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। হাঁটাচলা করা খুবই কষ্ট। কেউ অসুস্থ হলে হাসপাতালে নেওয়ার জন্য এ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া তো দূরের কথা রিক্সা, ভ্যান চলাচলেরও কোন উপায় নেই। এতে ৫ গ্রামের মানুষের চলাচলে পোহা্েচ্ছ চরম দুর্ভোগ। এলাকাবাসী জানান, সড়কটি কাঁচা হওয়ায় সামান্য বৃষ্টিতেই চলাচলের অনুপযোগি হয়ে পড়ে। এলাকাতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে। বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। প্রতিষ্ঠান খোলা থাকে তখন শিক্ষার্থীদের জন্য ক্লাস করা কষ্টসাধ্য হয়ে পড়ে। পণ্য সামগ্রী আনা নেয়া দু;সাধ্য হয়ে পড়ে। এছাড়াও নিত্যপ্রয়োজনীয় কাজে যাতায়াতকারীরা প্রতিদিনই দুর্ভোগের শিকার হচ্ছেন।
রানীশিমুল ইউনিয়ন চেয়ারম্যান মাসুদ রানা বলেন, রাস্তাটি দৈর্ঘ্য বেশি হওয়ায় ইউনিয়ন পরিষদের তহবিল থেকে কাজ করা সম্ভব হচ্ছে না। পাশাপশি ৪০ দিনের কর্মসূচির কাজ বন্ধ থাকা মেরামত করা যাচ্ছে না। তবে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর হোসাইন বলেন, রাস্তাটি কাজের অনুমোদন পেলে দ্রুত সংস্কার করা হবে।