৩য় দফায় নির্বাচিত শেরপুর মেয়র লিটনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সাবেক এমপি শ্যামলী

প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২১

স্টাফ রিপোর্টার ॥ ৩য় বারের মতো শেরপুর পৌরসভার মেয়র নির্বাচিত হওয়ায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী।


২১ মার্চ রবিবার দুপুরে শহরের নয়আনী বাজারস্থ মেয়র লিটনের বাসভবনে ওই শুভেচ্ছা জানান সাবেক সাংসদ শ্যামলী।

ওইসময় পৌর মেয়রের সহধর্মীনি ও পৌর লেডিস ক্লাবের সভাপতি শাহিনা পারভীন উপস্থিত ছিলেন। ফুলেল শুভেচ্ছা শেষে একে অপরের কুশলাদি বিনিময় করেন। সাবেক মহিলা এমপি শ্যামলী নব নির্বাচিত মেয়রের দির্ঘায়ু সুখ সমৃদ্ধি উন্নতি সহ সুস্থ্য জীবন কামনা করেন।