শেরপুরে উত্তর গৌরীপুর মডেল স্কুলের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২০

বিশেষ প্রতিনিধি ॥ শেরপুর জেলার উত্তর গৌরীপুর মহল্লায় উত্তর গৌরীপুর মডেল স্কুলের উদ্যোগে এক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এ ফুটবল টুর্নামেন্টে ১০ টি দল অংশগ্রহন করে। উত্তর গৌরীপুর মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
১৩ আগষ্ট বৃহস্পতিবার বিকেলে উক্ত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় খোয়ারপাড় শাপলাচত্ত্বর স্পোটিং ক্লাবের জুনিয়র দল বনাম মিলিনিয়াম গৌরীপুর প্রতিযোগিতা করে। ৫০ মিনিট সময়ের মধ্য দুইটি দলই ২-২ গোল করে সমতা আনে। পরে নির্ধারিত সময়ে খেলায় জয় পরাজয় নির্ধারিত না হওয়ায় টাইব্রেকারে ৩-২ গোলে মিলিনিয়াম গৌরীপুরকে পরাজিত করে খোয়ারপাড় শাপলাচত্ত্বর স্পোটিং ক্লাবের জুনিয়র দল চ্যাম্পিয়ন হয়। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হয়ে পুরুষ্কার লাভ করেন ফুটবলার হৃদয় মিয়া।
খেলা শেষে বিজয়ী ও বিজীতদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন, মো: মেরাজ উদ্দিন সাধারণ সম্পাদক শেরপুর প্রেসক্লাব, আবু জাফর, সাদা মিয়া, রবি মিয়া, হোসেন আলী, জাহাঙ্গীর আলী, নাজিদুল হাসান রোমান, মো: হেলাল উদ্দিন।
আরও উপস্থিত ছিলেন, শাহিনুর রহমান, ফাহিম চৌধুরী, সোহেল মিয়া, শাহাদাৎ হোসেন, শাহরিয়ার শাকির, আশিকুর রহমান, রোহান আহম্মেদ রাকিব, মাহফুজ আহম্মেদ মাহিদ, মাঈনুল ইসলাম হান্নান প্রমুখ। খেলায় ধারাভাষ্যকার করেন হৃদয় জাহান জিয়া।