সানন্দবাড়ী বাজারে প্রশাসনের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, আগস্ট ১৪, ২০২০

জামালপুর প্রতিনিধি ॥ ১৩ আগস্ট বৃহস্পতিবার জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, পুরাতন চক বাজারে (পুরাতন মাছ হাটি) অবৈধভাবে দখল করে আসন গেড়ে বসেছিল একদল ক্ষমতা অপব্যবহারকারী চক্র। বেশ কিছু দিন যাবৎ নিজ মালামাল ও স্থায়ী স্থাপনা সরিয়ে নেয়ার জন্য সরকারীভাবে একাধিকবার নোটিশ দেয়া হয়। তবুও সারানো হয়নি তাদের মালামাল ও স্থায়ী স্থাপনা। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং বুলড্রেজার দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয় অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা।


স্থাপনা উচ্ছেদ অভিযান চলাকালে উপস্থিত ছিলেন চরআমখাওয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান আকন্দ, সানন্দবাড়ী বাজার ইজারাদার মোঃ রেজাউল করিম (লাভলু), সানন্দবাড়ী বাজার বনিক সমিতির সভাপতি মোঃ গাজিউর রহমান, বনিক সমিতির সাধারণ সম্পাদক হাজ্বী মোঃ বশরত আলী, বিভিন্ন নেতৃবৃন্দসহ হাজার হাজার উৎসুক জনতা।
অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে পুরাতন মাছ হাটিতে মোঃ নুর হালিম আকন্দ, উজির, এমদাদুল,বাছেদ, মেইন রাস্তার মোড়ে মোঃ লুৎফর রহমান, গোলাম মোস্তাফাসহ ছোট বড় ১২টি অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। দেওয়ানগঞ্জ মডেল থানার পুলিশ টিম ও তারাটিয়া পিআইসি’র পুলিশ টিম এবং এসআই গোলাম মোস্তফার নেতৃত্বে সানন্দবাড়ি পিআইসি’র পুলিশ অভিযানে সহযোগী ছিলেন।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান বলেন, যারা অবৈধভাবে স্থাপনা করে দখল করে আছেন তাদের জন্য এটা সতর্ক সরূপ এ ব্যবস্থা। শতভাগ ট্রেড লাইসেন্স করতে হবে, সরকারি জমিতে স্থায়ী স্থাপনা তৈরি করা যাবে না। যারা সরকারি আইন অমান্য করবে তাদের জন্য এ অভিযান অব্যাহত থাকবে।
সানন্দবাড়ী বাজার ইজারাদার মোঃ রেজাউল করিম (লাভলু) বলেন, অতিশীঘ্রই আমরা সানন্দবাড়ী বাজার ব্যবসায়ীদের সাথে আলোচনা করে, শতভাগ সরকারি বিধিমালা অনুযায়ী বাজার পরিচালনা করার চেষ্টা করবো।