চীনে স্কুলে হামলায় ৮ শিশু নিহত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৯ অনলাইন ডেস্ক : চীনের হুবেই প্রদেশের একটি প্রাথমিক স্কুলে এক ব্যক্তির হামলায় আট শিশু নিহত হয়েছে। ওইদিনই শিশুরা প্রথম স্কুলে গিয়েছিল। সোমবার স্থানীয় সময় সকাল ৮টায় প্রদেশটির এনশি শহরের চাওইয়াংপো এলিমেন্টারি স্কুলে এ হামলা হয়। এসময় আরও দুই শিশু আহত হয়েছে। খবর সিএনএনের। এনশি শহর কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুরা সকালে যখন স্কুলে উপস্থিত হচ্ছিল, সে সময়ই হামলা চালায় ৪০ বছর বয়সী এক ব্যক্তি। হতাহত শিশুদের বয়স জানা না গেলেও চীনের এলিমেন্টারি স্কুলগুলোর শিক্ষার্থীদের বয়স সাধারণত ছয় থেকে ১৩ বছরের মধ্যেই থাকে। হামলাকারীকে পুলিশ আটক করলেও তার বিষয়ে বিস্তারিত জানা যায়নি। স্থানীয় কমিটি ও সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। চীনে এর আগেও স্কুলে হামলার কয়েকটি ঘটনা ঘটেছে। গত বছর অক্টোবরে এক নারী ছুরিকাঘাত করে জখম করেছিল ১৪ স্কুল শিক্ষার্থীকে। এর আগে একই বছরের এপ্রিলে শানজি প্রদেশে এক ব্যক্তির হামলায় নয় শিক্ষার্থী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়। Related posts:ভূমিধস ও বন্যায় ব্রাজিলে নিহত ৫৬মার্কিন ড্রোন হামলায় কাবুলে ৬ শিশুসহ একই পরিবারের ৯ জন নিহতশ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট বামপন্থী অনূঢ়া Post Views: ২৩০ SHARES আন্তর্জাতিক বিষয়: