জামালপুরে কোয়ার্টার থেকে মেডিকেল অফিসারের লাশ উদ্ধার

প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২০

জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টার থেকে মেডিকেল অফিসার সুলতানা পারভীন (৩৭) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৬ আগস্ট রোববার বিকালে পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারের তার নিজ কক্ষ থেকে লাশটি উদ্ধার করে।
পুলিশ জানায়, গত শনিবার রাত নয়টা থেকে রোববার বিকাল পর্যন্ত তাঁকে কেউ দেখতে পাননি। সকাল থেকে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সেও যাননি। বিকেলের দিকে সবার সন্দেহ হয়। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো.ফজলুল হকসহ কয়েকজন চিকিৎসক ওই কোয়ার্টারে যান। তাঁরা কক্ষের দরজায় অনেক ডাকাডাকি করেও ভিতর থেকে কোন সাড়াশব্দ পাননি। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ কক্ষের দরজা ভেঙে তার বিছানায় ওই চিকিৎসকের লাশ দেখতে পায়। পরে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করে। পুলিশ তার কক্ষ থেকে ৫ টি প্যাথিডিন, একটি সিরিন্স, একটি নোটবুক এবং দুটি চিঠি উদ্ধার করে। তাঁর গ্রামের বাড়ি রাজশাহী জেলায় সদর উপজেলার পোষ্টাল অফিসের গলি এলাকার অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মকর্তা আলাউদ্দিন আজাদের মেয়ে। তিনি বর্তমানে ঢাকার মোহাম্মদপুরে পরিবার নিয়ে বসবাস করছেন। গত ছয় মাস ধরে সুলতানা পারভিন পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলেন।
পুলিশ জানায়, তার ডাইরিতে সাব্বির নামের এক ছেলের সাথে সর্ম্পক ছিল বলে জানা গেছে। ছেলেটি অন্যত্র বিয়ে করার পর থেকে সুলতানা পারভিন মানষিক ভাবে ভেঙ্গে পড়ে।
সে রংপুর মেডিকেল কলেজের ৩০ তম ব্যাচ ডাক্তারী পাশ করেন। পরে ৩২ তম বিসিএস দিয়ে ডাক্তার হিসেবে সরকারী চাকুরীতে যোগদান করেন। তিনি ২০১৮ সালে ১৮ সেপ্টেম্বর মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেন। পরীক্ষায় ডাক্তারী পাশ করেন।
জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার সীমা রাণী সরকার জানিয়েছেন, ঘটনার থবর পেয়ে কোয়ার্টার তার কক্ষের দরজা ভেঙ্গে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পরই তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’