শেরপুর প্রেস ক্লাবের সভাপতি শরিফুর রহমানের রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:০০ পূর্বাহ্ণ, আগস্ট ১৯, ২০২০

স্টাফ রিপোর্টার॥ শেরপুর প্রেসক্লাবের সভাপতি ও একুশে টিভির জেলা প্রতিনিধি মো: শরিফুর রহমান, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মারুফুর রহমানের রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ১৮ আগষ্ট রাতে জেলা প্রেসক্লাব ভবনে ওই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি জিএম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো: মেরাজ উদ্দিন, সহ-সভাপতি এসএম শহিদুল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা ভাইস চেয়ারম্যান সদর উপজেলা, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান মুরাদ, প্রচার সম্পাদক সোহেল রানা, নির্বাহী সদস্য আলমগীর হোসেন, সিনিয়র সাংবাদিক সঞ্জিব চন্দ্র বিল্টু, সিনিয়র সাংবাদিক ফজলুল কবির সুরুজ, সাংবাদিক হানিফ উদ্দিন, লাভলু, নুরে আলম চঞ্চল, জাহিদুল খান সৌরভ, ইউসুফ আলী রবিন, বুলবুল, সোহানুর রহমান সোহাগ, রিপনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রেসক্লাব সভাপতি মো: শরিফুর রহমান এক সপ্তাহ থেকে বিভিন্ন রোগে ভোগছিলেন। শারীরিক অবস্থা অবনতি হলে গত রবিবারে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়।
অপরদিকে, মারুফুর রহমান করোনা আক্রান্ত হয়ে বাসায় আইসোলেশনে আছে।