শেরপুরের নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২০ নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় পুকুরের পানিতে ডুবে আকাইদ হাসান নামে ২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ১৮ অক্টোবর রবিবার দুপুরে উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের রুনীগাও গ্রামে ওই ঘটনা ঘটে। আকাইদ স্থানীয় রজিব মিয়ার একমাত্র ছেলে। জানা যায়, রবিবার দুপুর ১২টার দিকে খেলাধূলা করাবস্থায় কোন এক সময় শিশু আকাইদ বাড়ির পেছনের পুকুরে পড়ে যায়। পরে অন্য আরেক শিশু আকাইদের লাশ পানিতে ভেসে থাকতে দেখে চিৎকার শুরু করলে পরিবারের লোকজন গিয়ে আকাইদকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু আকাইদকে মৃত ঘোষণা করেন। ওই শিশুর মৃত্যুতে পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। Related posts:ঝিনাইগাতীতে ভর্তুকিতে ধান কাটার কম্বাইন হারভেস্টার মেশিন পেল কৃষকঝিনাইগাতীতে ভূমি সেবা সপ্তাহ-২০২৩ উদ্বোধননালিতাবাড়ীতে করোনার উপসর্গ নিয়ে যুবকের মৃৃত্যু Post Views: ১৭৮ SHARES শেরপুর বিষয়: