প্রেমিকার বাবা ও মহেশ ভাটের পরিকল্পনায় সুশান্ত খুন হন! অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২০ অনলাইন ডেস্ক : সিবিআইয়ের হাতে রয়েছে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপূতের আত্মহত্যা মামলার তদন্তভার। শনিবার থেকে ভারতীয় এ গোয়েন্দা সংস্থাটি কাজও শুরু করেছে। এর মধ্যেই সুশান্তের আত্মহত্যা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সুশান্তের জিম ইন্সট্রাক্টর। অভিনেতার জিম ইন্সট্রাক্টর সুনীল শুক্ল জানিয়েছেন, প্রেমিকা রিয়ার বাবা ও ‘সুগার ড্যাডি’ মহেশ ভাটের পরিকল্পনাতেই খুন হয়েছেন সুশান্ত! তবে শুরু থেকেই সুশান্ত হত্যার অভিযোগ আনা হয় সুশান্তের প্রেমিকা রিয়া ওপর। এরপর একে একে রিয়ার ভাই, সুশান্তের বন্ধু, বলিউডে স্বজনপ্রীতিসহ অনেক কিছুর উপরই দায় চাপানো হয় সুশান্তের মৃত্যুর কারন হিসেবে। তবে শুরু থেকে একটি বিষয় নিয়ে ধোয়াশা রয়ে গেছে। তা হলো- এটি কি সত্যিই আত্মহত্যা নাকি খুন! সেই প্রশ্ন। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাও’কে দেয়া সাক্ষাৎকারে জিম ইন্সট্রাক্টর সুনীল শুক্ল বলছেন, রিয়া চক্রবর্তীর দুই বাবাই সুশান্ত হত্যার জাল বুনেছিলেন। Related posts:জন্মদিনে বলিউড বাদশা শাহরুখকে দেখতে মান্নাতের সামনে ভক্তদের ভিড়জানভিকে হটিয়ে বিজয়ের সঙ্গে অনন্যাএবার বলিউডে পা রাখছেন শাহরুখকন্যা সুহানা Post Views: ৪০০ SHARES বিনোদন বিষয়: