টিজারেই ঝড় তুলল ‘ওয়ার টু’ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, মে ২১, ২০২৫ যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের নতুন ছবি ‘ওয়ার টু’-এর টিজার প্রকাশ্যে আসার পরই ঝড় তুলেছে দর্শক মহলে। হৃতিক রোশানের অ্যাকশন প্যাকড লুক এবং জুনিয়র এনটিআর-এর ঝলক মন জয় করে নিয়েছে দর্শকের। গতকাল, মঙ্গলবার জুনিয়র এনটিআর-এর জন্মদিনে টিজারটি মুক্তি পাওয়ায় ভক্তদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। টিজারের শুরু থেকেই হৃতিক রোশান তার দুর্দান্ত উপস্থিতি দিয়ে দর্শকদের মাতিয়ে রেখেছেন। কখনও তাকে অস্ত্র হাতে শত্রুদের মোকাবিলা করতে দেখা গেছে, আবার কখনও যুদ্ধক্ষেত্রে ক্ষতবিক্ষত তার রক্তচক্ষু নজর কেড়েছে। এমনকি, নেকড়ের সাথে তার রাজকীয় ভঙ্গিতে হেঁটে আসাটাও ছিল টিজারের অন্যতম আকর্ষণ। এই ছবিতে হৃতিকের সঙ্গে টক্কর দেবেন দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর। যদিও টিজারে তার উপস্থিতি হৃতিকের তুলনায় কম এবং অনেকেই মনে করছেন হৃতিকের ক্যারিশমার কাছে তিনি কিছুটা ম্লান। তবে, এটি ছবির প্রয়োজনেই করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বলিউডে এর আগেও দক্ষিণী তারকাদের দেখা গেছে, কিন্তু তাদের চরিত্র সেভাবে বিকশিত হয়নি। ‘ওয়ার টু’-তে জুনিয়র এনটিআর-এর চরিত্র কতটা গুরুত্বপূর্ণ হয়, তা জানতে ছবি মুক্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে। Related posts:মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ মুক্তিতে বাধা নেইবনানীতে চিরনিদ্রায় শায়িত হলেন মিষ্টি মেয়ে কবরীআসলে কিছু বলার ভাষা আমার সেদিন ছিল না : মাহি (ভিডিও) Post Views: ১৯ SHARES বিনোদন বিষয়: