শেরপুরের নকলায় অনার্সপড়ুয়া ছাত্রীর আত্মহত্যা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২০ নকলা প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় গলায় ফাঁস দিয়ে সুরাইয়া আক্তার (২২) নামের অনার্সপড়ুয়া এক ছাত্রী আত্মহত্যা করেছে। ২৯ আগস্ট শনিবার বিকেলে উপজেলার নকলা ইউনিয়নের খালপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। সুরাইয়া স্থানীয় ছোরহাব আলীর মেয়ে ও শেরপুর সরকারি কলেজে অনার্স (গণিত) তৃতীয় বর্ষের ছাত্রী ছিল। রবিবার দুপুরে জেলা সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে ওই ছাত্রীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জানা যায়, সুুরাইয়া শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে নিজ বসতঘরের বারান্দার শয়নকক্ষের কাঠের স্বারকের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ওই ছাত্রীর পারিবারিক সূত্র জানায়, সুরাইয়া দীর্ঘদিন যাবত মানসিকভাবে অসুস্থ ছিল। এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ বলেন, ওই ঘটনায় থানায় প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মামলার পরবর্তী অবস্থা নির্ভর করবে। Related posts:করোনা ভাইরাস ॥ ঝিনাইগাতীতে চলছে লকডাউনশেরপুরে বাসচাপায় ৬ জন নিহতের ঘটনায় বাসচালক গ্রেফতারশেরপুরে বিশ্ব শিক্ষক দিবসে র্যালি ও আলোচনা সভা Post Views: ৩১৫ SHARES শেরপুর বিষয়: