নকলায় মাটিকাটা ট্রাক্টরের চাপায় দুধ বিক্রেতা নিহত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২২ শেরপুরের নকলায় মাটিকাটা মাহিন্দ্র ট্রাক্টরের (কাঁকড়া) চাপায় শৈন্না মিয়া (৫০) নামে এক দুধ বিক্রেতা নিহত হয়েছেন। ৩০ জানুয়ারি রবিবার সকালে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের রেহারচর মোড়ে মসজিদের সামনে ওই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত শৈন্না মিয়া পার্শ্ববর্তী জামালপুর সদর উপজেলার তুলসীরচর ইউনিয়নের হুনুমানচর গ্রামের হোসেন আলীর ছেলে। এদিকে ওই ঘটনায় ট্রাক্টরসহ চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। জানা যায়, দুধ বিক্রেতা শৈন্না মিয়া প্রতিদিনের মতো রবিবার সকাল ১১টার দিকে দুধ বিক্রি করতে নকলা উপজেলার চন্দ্রকোনা বাজারে যাওয়ার সময় রেহারচর মোড়ে মসজিদের সামনে বিপরীত দিক থেকে আসা একটি মাটি কাটার মাহিন্দ্র ট্রাক্টর তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিএনজিযোগে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। শৈন্না মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. নাজমুস সাকিব উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার প্রস্ততির সময় মারা যান শৈন্না মিয়া। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ওই ঘটনায় মাটিকাটার ট্রাক্টরসহ এর চালক মো. সাজ্জাক আলী (২০) ও হেলপার মো. কবির হোসেন (২০) কে আটক করে থানা পুলিশ। এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুশফিকুর রহমান জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ চাওয়া হয়েছে। ওই ঘটনায় গাড়ি, চালক ও হেলপার আটক আছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। Related posts:শেরপুরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সম্মেলন অনুষ্ঠিতনালিতাবাড়ীতে ইয়াবা ব্যবসায়ীর দেড় বছরের কারাদণ্ডনকলায় জাতীয় শোক দিবস পালন Post Views: ১৯৭ SHARES শেরপুর বিষয়: