শেরপুর জেলা কারাগারে থাকা ডলার জালিয়াতি মামলার আসামির মৃত্যু

প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২০

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর জেলা কারাগারে থাকা সুফিয়া বেগম (৫০) নামে এক নারী হাজতি মারা গেছেন। ২ সেপ্টেম্বর বুধবার রাতে অসুস্থ হওয়ার পর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুফিয়া পার্শ্ববর্তী জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেছেরচর গ্রামের মৃত আইয়ুব আলীর স্ত্রী। ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জেলা সদর হাসপাতাল মর্গে ওই নারীর ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।
জেলা কারাগারের জেলার তরিকুল ইসলাম জানান, ডলার জালিয়াতি মামলার আসামি হিসেবে গত ২৬ আগস্ট ওই নারী কারাগারে আসেন। বুধবার রাত পৌণে ১০টার দিকে তিনি কারাগারে হঠাৎ অচেতন হয়ে পড়লে দ্রুত তাকে জেলা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানেই তার মৃত্যু ঘটে। তিনি আরও জানান, সুরতহাল ও ময়নাতদন্ত সম্পন্ন করার পর স্বজনরা লাশ নিতে চাইলে তাদের কাছে হস্তান্তর করা হবে।
জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ খাইরুল কবীর সুমন জানান, বুধবার রাত ১০টা ১০ মিনিটে ওই নারী হাজতিকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এরপর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর তার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান, ওই নারী সদর থানার ডলার জালিয়াতি মামলার আসামি। তাকে গত ২৬ আগস্ট আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছিল। জেলা সদর হাসপাতালের দেওয়া তথ্যের প্রেক্ষিতে ওই ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। ইতোমধ্যে লাশের সুরতহাল সম্পন্ন হয়েছে। এখন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জেলা সদর হাসপাতাল মর্গে ওই নারীর ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।