ঝিনাইগাতী মহিলা কলেজের সেই অধ্যক্ষের বিরুদ্ধে ২ মাসেও নেওয়া হয়নি শাস্তিমূলক ব্যবস্থা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের ঝিনাইগাতী মহিলা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুহাম্মদ খলিলুর রহমানের সীমাহীন অনিয়ম-দুর্নীতি, জাল-জালিয়াতি ও নিয়োগ বাণিজ্যের বিষয়ে অভিযোগ করার দীর্ঘ ২ মাসেও আলোর মুখ দেখেনি অভিযোগ ও মামলার তদন্ত প্রতিবেদন। সেইসাথে তার বিষয়ে নেওয়া হয়নি কোনো শাস্তিমূলক ব্যবস্থা। বরং উল্টো তিনি এখন সবকিছুই ধামাচাপা বা সামলে নিতে দৌড়ঝাপ করছেন বলে এমন অভিযোগই উঠেছে। অধ্যক্ষ খলিলুর রহমানের সীমাহীন দুর্নীতির বিষয়ে অভিযোগের প্রেক্ষিতে তদন্ত, অধ্যক্ষের হাতে নির্যাতনের শিকার হয়েও মিথ্যে মামলায় হাজতবাসে পাঠানোর পর সেই অসহায় পরিবারের জায়গা-জমি দখল বা আত্মসাতের মামলার তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়ায় এবং গভর্নিং বডির তরফ থেকে এখনও কোন শাস্তিমূলক সিদ্ধান্ত না হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কলেজটির প্রতিষ্ঠাতা, সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা। তবে তিনি ওইসব বিষয়ে হতাশ না হয়ে আশা প্রকাশ করে বলেন, বিষয়টি নিয়ে সকলেই ঝিমিয়ে পড়েছি ভাবার কারণ নেই। তবে সকলকেই আরেকটু সজাগ ও সতর্ক থাকার মধ্য দিয়ে কাক্সিক্ষত প্রত্যাশা আদায় করে নিতে হবে। কলেজের সাবেক সভাপতি বেলায়েত হোসেন বলেন, প্রয়োজনে আরও দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। যখন যা প্রয়োজন, সকলকে নিয়ে তখন তাই করা হবে। একই কথা জানান জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের। এ বিষয়ে কলেজ গভর্নিং বডির সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে শ্যামলবাংলা২৪ডটকমকে জানান, অধ্যক্ষের অনিয়ম-দুর্নীতির বিষয়ে গভর্নিং বডির অন্যান্য কর্মকর্তা, শিক্ষকমন্ডলীর মতামতের প্রেক্ষিতে তাকে গত ২৩ আগস্ট ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য শোকজ নোটিশ দেওয়া হয়েছিল। তিনি পরদিন তা পেয়ে ৩১ জুলাই একটি জবাব দাখিল করেছেন। কিন্তু তার দাখিল করা জবাবটি মোটেই সন্তোষজনক নয়। তাই এখন খুব দ্রুতই গভর্নিং বডির সভা ডেকে জবাবটি পর্যালোচনা সাপেক্ষে আইনগত বিষয়গুলো জেনেশুনে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আর অধ্যক্ষের সার্বিক বিষয়ে জেলা প্রশাসকের কাছে করা অভিযোগের প্রেক্ষিতে তদন্তকারী ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ জানান, অধ্যক্ষের অনিয়ম-দুর্নীতির গুরুতর অভিযোগের বিষয়ে তদন্ত কার্য বেশ আগেই প্রায় শেষ হয়েছে এবং অভিযোগের সত্যতাও পাওয়া গেছে। কিন্তু বারবার তাগিদ দেওয়ার পরও তিনি এখনও শিক্ষকদের সনদ ও নিয়োগ সংক্রান্তে কোন ডকুমেন্টই দিচ্ছেন না। বরং উল্টো যারা অভিযোগ করেছেন, তাদেরকেই প্রমাণ করতে বলছেন। আমার বিশ্বাস, গলদ রয়েছে বলেই তিনি ডকুমেন্ট দিচ্ছেন না। কাজেই তাকে শেষবারের মতো সময় দেওয়া হয়েছে। এরপরও ডকুমেন্ট না দিলে দ্রুতই প্রতিবেদন দিয়ে দেওয়া হবে। এছাড়া অধ্যক্ষের হাতে নির্যাতনের শিকার এবং মিথ্যে মামলায় হাজতে পাঠিয়ে অসহায় পরিবারের জায়গা-জমি দখল করে নেওয়ার বিষয়ে ওই পরিবারের সন্তান সোহেল মিয়ার দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা জামালপুর পিবিআইয়ের পরিদর্শক রকিবুজ্জামান বলেন, ঘটনার বিষয়ে তদন্ত চলমান রয়েছে। বেশ কয়েকজন সাক্ষী জবানবন্দি দিয়েছেন। আরও কয়েকজন বাকি রয়েছেন। বিষয়টি বেশ পুরোনো। তাই খতিয়ে দেখেই তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। উল্লেখ্য, সম্প্রতি ওই কলেজের অধ্যক্ষ খলিলুর রহমানের সীমাহীন দুর্নীতির বিষয়ে এমপিওবঞ্চিত ২ নিয়মিত শিক্ষক স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, দুদক ও ময়মনসিংহের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালকের কাছে লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগের বিষয়ে পত্রপত্রিকায় খবর প্রকাশিত হলে জেলা প্রশাসক আনার কলি মাহবুব গত ২ জুলাই ওই বিষয়ে দ্রুত তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দাখিলের জন্য ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদকে নির্দেশ দেন। ওই প্রেক্ষিতে ৯ জুলাই কলেজ মিলনায়তনে আয়োজিত তদন্তানুষ্ঠানে ভুক্তভোগী শিক্ষকসহ বিভিন্নজন লিখিত সাক্ষ্য দিলে জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে শিক্ষকগণও লিখিত জবানবন্দিতে তার অনিয়ম-দুর্নীতির বিষয়গুলো তুলে ধরেন। এরপর ১৬ জুলাই ঝিনাইগাতী সদরে অধ্যক্ষ খলিলুর রহমানের বিচার ও তাকে অপসারণসহ এমপিওবঞ্চিত শিক্ষকদের এমপিওভুক্তির দাবি জানানো হয়। এর কিছুদিন পর গভর্নিং বডির এক সভায় কর্মকর্তাসহ শিক্ষকরা সকলেই তার অভিযোগের বিষয়ে ব্যবস্থা গ্রহণে সভাপতির উপর দায়িত্ব অর্পণ করেন। এছাড়া ২১ জুলাই সেই অধ্যক্ষের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন নির্যাতনের শিকার অসহায় পরিবারের এক সদস্য। Related posts:দূর্গাপূজা উপলক্ষে ঝিনাইগাতী থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিতনকলায় উপজেলা আনসার-ভিডিপি সমাবেশ অনুষ্ঠিতশেরপুরের চাঞ্চল্যকর সাজ্জাদ হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার Post Views: ৩৮৯ SHARES শেরপুর বিষয়: