তামিল-তেলেগু অভিনেতা প্রকাশ রেড্ডি আর নেই অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২০ অনলাইন ডেস্ক : মারা গেলেন জনপ্রিয় তেলেগু অভিনেতা জয় প্রকাশ রেড্ডি। মঙ্গলবার ভারতের অন্ধ্রপ্রদেশের নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি ৭৪ বছর বয়সী এ অভিনেতা। তামিল-তেলেগু ইন্ডাষ্ট্রির শক্তিমান একজন অভিনেতা চিলেন তিনি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো ইন্ডাষ্ট্রিতে। ‘সমরসিমা রেড্ডি’-তে অভিনয়ের মাধ্যমে সবার নজরে আসেন গুণী এই অভিনেতা। এরপর বিভিন্ন সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। অভিনয় জগতে প্রবেশের আগে জেপি পুলিশের এসআই পদে কর্মরত ছিলেন বলে জানা গেছে। ১৯৪৬ সালের ৮ মে ভারতের অন্ধ্রপ্রদেশের কুর্নল জেলার শ্রিভেলা গ্রামে জন্মেছিলেন জয় প্রকাশ রেড্ডি Related posts:দর্শক টানছে সোনাক্ষীর প্রথম ওয়েব সিরিজ ‘দাহাদ’সেই ফুংসুখ ওয়াংড়ুর সঙ্গে দেখা হলো মিথিলারসুশান্তের শেষকৃত্য সম্পন্ন, বান্ধবী রিয়াকে জিজ্ঞাসাবাদ পুলিশের Post Views: ৩৯৪ SHARES বিনোদন বিষয়: