পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর ৪টি ইউনিয়ন প্লাবিত

প্রকাশিত: ১১:৫৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২০

হারুন অর রশিদ দুদু : অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। গতকাল বুধবার রাত থেকে ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর পর্যন্ত টানা বর্ষণের ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের পানিতে মহারশী নদীর বাঁধের দু’কোল উপচে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় ঢলের পানি প্রবেশ করায় বৃহস্পতিবার বিকেলে ঝিনাইগাতী সদর, ধানশাইল ও কাংশা ইউনিয়নের ১৫টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে ওইসব এলাকার শতাধীক মানুষ। পানিবন্দী এলাকায় আমন ধানের জমিতে পলি জমে সামান্য ক্ষতি হয়েছে। ভেসে গেছে পুকুরের মাছ। এছাড়াও মহারশী নদীর বাঁধ উপচে উপজেলা পরিষদের সম্মুখে পানি ঢুকে পড়েছে। উপজেলা পরিষদের সম্মুখের রাস্তা ৩ ফুট পানির নিচে তলিয়ে যায় এবং উপজেলা পরিষদের ভবনের নিচ চলায় বিভিন্ন অফিসের ভিতরে ঢলের পানি ঢুকে পড়ে। ঝিনাইগাতী বাজারে পাহাড়ী ঢলের পানি ঢুকে মসজিদ রোড (কাঁচা বাজারে) হাটু পানি জমে গেছে। অপরদিকে উপজেলার ঝিনাইগাতী সদর, দিঘীরপাড়, রামনগর, চতল, আহাম্মদনগর, বনকালি, ধানশাইল, কুচনীপাড়া, বাগেরভিটা, কাংশা, হাতিবান্ধা, লয়খা, কামারপাড়া, পাগলার মুখ, দাড়িকালিনগর, কালিনগর সহ ১৫টি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এ বিষয়ে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল মাহমুদ বলেন, পাহাড়ী ঢলে নিম্নাঞ্চলের বেশকিছু এলাকা প্লাবিত হয়েছে। সরেজমিনে কিছু ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সংশ্লিষ্টদের ক্ষয়ক্ষতি নিরূপন ও ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির জন্য নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে খোজ নিয়ে যানাগেছে আজ শুক্রবার সকাল থেকে পানি কমতে শুরু হয়েছে।