শেরপুরে এমএএফ এর কমিউনিটি টাউন হল মিটিং অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, মে ২৫, ২০২৪ শেরপুরে মাল্টিপার্টি এ্যাডভোকেসি ফোরাম (এমএএফ) এর উদ্যোগে ডেমোক্রেসী ইন্টারন্যাশনাল ও ইউএস এইড এর সহযোগিতায় ২৫ মে শনিবার সকাল ১১টায় শিক্ষা প্রতিষ্ঠানসমূহে প্রাথমিক ও প্রজনন স্বাস্থ্য সেবা বিষয়ক কমিউনিটি টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় আলিশান সেমিনার হলে অনুষ্ঠিত এই মিটিং এ প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ রেজুয়ান এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ), শেরপুর জেলা শাখার সভাপতি ডা. এম. এ. বারেক তোতা ও শেরপুর ডায়াবেটিক হাসপাতালের সভাপতি মানবাধিকার কর্মী রাজিয়া সামাদ ডালিয়া। মাল্টিপার্টি এ্যাডভোকেসি ফোরাম (এমএএফ), শেরপুর সভাপতি বিনয় কুমার সাহা’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু রায়হান রুপন এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই মিটিং এ শেরপুর সদর উপজেলার ৩০টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও যুবকর্মী সহ প্রায় ৫০জন পার্টিসিপেন্ট উপস্থিত ছিলেন। সভায় বক্তাগণ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক চিকিৎসা ও মেয়েদের জন্য প্রজনন স্বাস্থ্য নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করে প্রাথমিক চিকিৎসা ও প্রজনন স্বাস্থ্য বক্স স্থাপনের জন্য প্রস্তাব করেন। প্রধান অতিথি মোঃ রেজুয়ান বলেন, যে সকল বিদ্যালয়ের সামর্থ্য আছে, তারা নিজেরাই প্রাথমিক চিকিৎসা ও প্রজনন স্বাস্থ্য বক্স স্থাপন করবে। তুলনামূলক যাদের সামর্থ্য কম, তাদের জন্য প্রাথমিক চিকিৎসা ও প্রজনন স্বাস্থ্য বক্স বিনামূল্যে দেয়া যেতে পারে। এক্ষেত্রে গ্রামগঞ্জের বিদ্যালয়গুলোকে অগ্রাধিকার দিতে হবে। এবিষয়ে তিনি সার্বিক সহযোগিতা করবেন বলে মিটিং এ অঙ্গীকার করেন। বিএমএ সভাপতি ডা. এম.এ. বারেক তোতা আগামী মাসে সুবিধাজনক সময়ে ডাক্তার দিয়ে প্রতিটি স্কুলের একজন পুরুষ ও একজন নারী শিক্ষককে প্রাথমিক চিকিৎসা ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে প্রশিক্ষণ এবং কিছু সংখ্যক ফাস্ট এইড বক্স প্রদানের ঘোষণা দেন। এক্ষেত্রে গ্রামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার দেবার জন্য তিনি জেলা শিক্ষা অফিসারকে অনুরোধ করেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, ময়মনসিংহ রিজিয়নের ম্যানেজার নার্গিস আক্তার, উত্তরা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহসিন আলী, জি.কে,পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মঞ্জুরুল হক, আফছর আলী আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, আইডিয়াল প্রিপারেটরি এন্ড হাই স্কুলের অধ্যক্ষ মাহবুবুর রহমান সুজা, আইডিয়াল ইসকুলের সহঃ প্রধান শিক্ষক আরিফুর রহমান, সুরেন্দ্র মোহন মডেল স্কুলের প্রধান শিক্ষক মলয় মোহন বল, রেডক্রিসেন্ট যুব প্রধান হাসানুতুল বান্না সিফাত প্রমূখ। Related posts:শেরপুরের শ্রীবরদী সীমান্তে বন্যহাতির মৃত্যুশেরপুরের নালিতাবাড়ীতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণনকলায় সমাজেসেবা দিবসে ওয়াকাথন ও মুক্ত আড্ডা Post Views: ১৫১ SHARES শেরপুর বিষয়: