শ্রীবরদীতে ইয়াবা ও গাঁজাসহ ২ ভাই আটক অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২০ শ্রীবরদী শেরপুর প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদী সীমান্ত এলাকা থেকে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে। মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে মাদকমুক্ত শেরপুর জেলা গড়ার প্রত্যয়ে শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজিমের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ৪াটর দিকে শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ রুহুল আমিন তালুকদারের নেতৃত্বে এসআই আজিজুল হাসান, এএসআই ছামিউল হক সঙ্গীয় একটি অভিযানিক দল এ অভিযান পরিচালনা করেন। এসময় সিংগাবরুনা ইউনিয়নের কুমারগাতী এলাকা থেকে আবুল কালামের ছেলে সাইফুল ইসলাম ওরফে আলেক (২২) ও আলামিন (২৪) কে নিজ বসত ঘর থেকে ১ হাজার ৪০৫ পিচ ইয়াবা ও ২ কেজি গাঁজাসহ দুই সহোদর মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। স্থানীয় এলাকাবাসী জানায় করোনা পার্দুভাবকালে এ সীমান্ত এলাকায় ব্যাপক হারে মাদক ব্যবসা বৃদ্ধি পায়। যোগাযোগ ব্যবস্থা তেমনটা ভালো না থাকায় আইন শৃঙ্খলা বাহিনীকেও অভিযান পরিচালনা করতে কষ্ট পোহাতে হয়। ফলে স্থানীয় মাদক ব্যবসায়ীরা রমরমা মাদক ব্যবসা করে আসছে। একটি সূত্র জানায়, কর্ণঝোড়া বাজার এলাকার এক প্রভাবশালী বির্তকিত পরিবার মাদক ও চোরাচালান ব্যবসায় জড়িয়ে পড়েছে। এই মাদক ব্যবসায়ী পরিবারের বিরুদ্ধে প্রতিবাদ করায় বিগত সময়ে স্থানীয় একাধিক ব্যক্তিকে হয়রানীর শিকার হতে হয়েছে। মুক্তিযোদ্ধা পরিবারের ৫ সন্তানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগও রয়েছে। শনিবার দুপুরে থানা চত্বরে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন শ্রীবরদী থানা পুলিশ। এসময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) বিল্লাল হোসেন, সিনিয়র সহকারি পুলিশ সুপার (নালিতাবাড়ি সার্কেল) জাহাঙ্গীর আলম, ওসি মোহাম্মদ রুহুল আমিন তালুকদার ও স্থানীয় সাংবাদিক বৃন্দ। Related posts:এপেক্স ক্লাব অব শেরপুরের ২য় এজিএম ও ক্লাব বোর্ড নির্বাচন অনুষ্ঠিতশেরপুরে এসএমই মেলায় বসেছে বাহারী পণ্যের সমাহারনকলায় বজ্রপাতে যুবকের মৃত্যু Post Views: ৩৭৩ SHARES শেরপুর বিষয়: