জুনিয়র খানের জন্মদিনে মায়ের মন খারাপ, বাবার শুভেচ্ছা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২০ অনলাইন ডেস্ক : শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের জন্মদিন আজ। ২০১৬ সালে ২৭ সেপ্টেম্বর ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার একটি হাসপাতালে জন্মগ্রহন করে জয়। ছেলের জন্মদিনে এক ছাদের নীচে বাবা-মাকে না পেলেও উভয়ের আর্শিবাদ পেয়েছেন। দুজনেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলে আব্রাম খান জয়ের প্রতি প্রকাশ করলেন তাদের ভালোবাসার কথা। স্ট্যাটাসে শাকিব লিখেছেন, আমার জীবনের সবচেয়ে বড় অর্জন তুমি। সফলতায় ছাড়িয়ে যাও বাবার স্বপ্নের সীমানাকেও। আর অপু বিশ্বাস লিখেছেন, আমি তোমার মা হিসেবে তোমাকে অনেক অনেক আশীর্বাদ করি, তোমার দিদার আশা পূরণ করে যেন আমি তোমাকে মানুষের মতো মানুষ করতে পারি। এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ ছবির মধ্য দিয়ে জুটি বাঁধেন শাকিব খান ও অপু বিশ্বাস। ৭০টির বেশি চলচ্চিত্রে জুটি বেঁধে অভিনয় করেন । ২০০৮ সালে প্রেম করে বিয়ে করেন তারা। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জয়ের জন্ম হয়। আজ জয়ের আজ জয়ের চতুর্থ জন্মদিন। দিনটিতে শাকিব খান তার ভেরিফাইড ফেসবুকে পেজে লিখেন, আমার এই ছোট্ট জীবনে ভালোবাসা, সম্মান, সম্মাননা সবকিছু পেয়েছি। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার জীবনের সবচেয়ে বড় অর্জন তুমি। আমার ‘জয়’ বাবা। ইনশাআল্লাহ একদিন তুমি আমার চেয়েও সফল এবং অনেক ভালো একজন মানুষ হবে। ছাড়িয়ে যাবে বাবার স্বপ্নের সকল সীমানাকেও। তোমার চলার পথে বাবা আমৃত্যু ছায়া হয়ে পাশে থাকবে, যেমনটা এখনও আছে। এক চরম বাস্তবতার কারণে হয়তো তুমি আমি সবসময় এক ছাদের নিচে থাকতে পারছি না, কিন্তু আমরা ঠিকই আছি ভালোবাসা আর সুরক্ষার ছায়ায় ও মায়ায়। তোমাকে আমি সবসময় এবং আজীবন ভালোবাসি বাবা।’ সম্প্রতি মাকে হারিয়েছেন অপু বিশ্বাস। আব্রাম খান জয় হারিয়েছে তার নানুকে। মা চলে যাওয়ায় জয়ের জন্মদিনে কোন আয়োজন রাখেননি অপু বিশ্বাস। বিষয়টি উল্লেখ করে অপু বিশ্বাস লিখেন,বাবা এবার তোমার জন্মদিনের কোন আয়োজন-ই আমি করতে পারলাম না। তোমার দিদা তোমার পাশে নেই। আমরা আর কখনো তোমার দিদার দেখা পাবো না।আমি তোমার মা হিসেবে তোমাকে অনেক অনেক আশীর্বাদ করি। তোমার দিদার আশা পূরণ করে যেন আমি তোমাকে মানুষের মতো মানুষ করতে পারি। আপনারা যারা যারা আমার জয়কে ভালবাসেন তারা সবাই জয়ের জন্য অনেক অনেক আশীর্বাদ করবেন। জয় যেন মানুষের মতো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে । এটাই হবে জয়ের জন্য এবারের জন্মদিনের অমূল্য উপহার । Related posts:আইসিইউতে অভিনেতা মাহমুদ সাজ্জাদবনানীতে সমাহিত হলেন কিংবদন্তি অভিনেতা ড. ইনামুল হকতাপসের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে যা জানালেন বুবলী Post Views: ৩৯৯ SHARES বিনোদন বিষয়: