নকলায় ভার্চুয়াল পদ্ধতিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:৩২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২০

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে জুম এ্যাপসের মাধ্যমে ভার্চুয়াল পদ্ধতিতে ওই মাসিক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে সভায় উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) কাওছার আহমেদ, ওসি (তদন্ত) মোঃ আবুল হাসিমসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্যগণ অংশ গ্রহণ করেন।