ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ বিতরণ

প্রকাশিত: ৯:২২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২০

হারুন অর রশিদ দুদু ॥ শেরপুরের ঝিনাইগাতীতে ২০২০-২১ অর্থবছরে খরিপ-২/২০২০-২১ মৌসুমে ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে বন্যাদুর্গত জেলা সমূহে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে শাক-সবজি বীজ বিতরণ নিমিত্তে কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচীর আওতায় প্রণোদনা হিসেবে ঝিনাইগাতী উপজেলার ৭টি ইউনিয়নের ১হাজার ২শত জন কৃষকের মাঝে বিনামূল্যে শাক-সবজি বীজ বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা পরিষদ হলরুমে এসব বীজ বিতরণ করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল মাহমুদের সভাপতিত্বে বীজ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন কবির, অতিরিক্ত কৃষি অফিসার ফরহাদ হোসেন, উপজেলা সমবায় অফিসার সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম প্রমুখ।
ঝিনাইগাতীতে বিনামূল্যে শাক-সবজি বীজ বিতরণ বিষয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন কবির বলেন, ১ হাজার ২শত জন কৃষকের প্রত্যেককে ১৩ প্রকার স্বল্প ও দীর্ঘমেয়াদী শাক-সবজি বীজ দেওয়া হয়েছে।