জামালপুরের মেলান্দহে দেয়াল ধসে নিহত ১ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২০ জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের মেলান্দহে দেয়াল ধসে একজন নিহত অপরজন আহত হয়েছেন। ৪ সেপ্টেম্বর রবিবার সকাল ৮টার দিকে আমডাঙ্গা গ্রামে ওই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান-সকালে আজগর আলী শেখের স্ত্রী ফাতেমা বেগম (৭৫) ভাতিজা আ: রাজ্জাকের নবনির্মিত বিল্ডিং দেখতে যান। এ সময় আ: রাজ্জাকের স্ত্রী মালেকা বেগম (৫০) এবং ফাতেমা রান্না ঘরে বসে খোশ গল্প করেন। ইতোমধ্যেই বিল্ডিংয়ের পশ্চিম পাশের দেয়াল তাদের উপর ধসে পড়ে। স্বজনরা দ্রুত তাদের মেলান্দহ হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার ফাতেমাকে মৃত ঘোষণা করেন। আহত মালেকা মেলান্দহ হাসপাতালে ভর্তি করা হয়েছে। Related posts:প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক পেল জামালপুর সদরের ৫১ জন অস্বচ্ছল ব্যক্তিশেরপুরে ধর্ষণ মামলার আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ ॥ গ্রেফতার ৮জামালপুরে শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত Post Views: ১৭৪ SHARES সারা বাংলা বিষয়: