ঝিনাইগাতী থানার নবাগত ওসি মোহাম্মদ ফায়েজুর রহমানের যোগদান

প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২০

হারুন অর রশিদ দুদু ॥ শেরপুরের ঝিনাইগাতী থানায় ৪ অক্টোবর রবিবার দিবাগত রাতে নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ ফায়েজুর রহমান।


জানা যায়, তিনি ঝিনাইগাতী থানায় আসার সাথে সাথেই থানায় কর্তব্যরত পুলিশ অফিসারগণ ফুলেল শুভেচ্ছা জানান। নব যোগদানকৃত ওসি মোহাম্মদ ফায়েজুর রহমান এর পূর্বে তিনি ময়মনসিংহ জেলায় সফল ভাবে দ্বায়িত্ব পালন করেছেন। পরে থানার ওসি আবু বকর ছিদ্দিক এর নিকট থেকে দ্বায়িত্ব বুঝে নিয়ে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসির) দ্বায়িত্বভার গ্রহন করেন। যোগদান কৃত ওসি মোহাম্মদ ফায়েজুর রহমান যোগদান করে সকল অফিসার এবং পুলিশ সদস্যদের উদ্দেশ্যে নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। তিনি আইন শৃঙ্খলা রক্ষা পাশাপাশি মাদক, জুয়া, বাল্য বিবাহ, ইভটিজিং প্রতিরোধে এবং অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইগাতী উপজেলার সকল শ্রেণী-পেশার লোকজনদের সহযোগিতা কামনা করেন এবং সকলের দোয়া ও আশীর্বাদ প্রত্যাশী।